*আত্ম কথা……

ভাবনা গুলো ছড়িয়ে যাক সবার প্রাণে…

Tag Archives: LabAid hospital Bangladesh

আমার ভাগ্নীর দৃষ্টি ফিরিয়ে দিবে কে ?

ল্যাব এইড হসপিটাল !!! নিশ্চয় নাম শুনেছেন…? বাংলাদেশের খুবই নাম করা মানুষ মারার কল। অনেকের মুখেই শুনেছিলাম ল্যাব এইড সহ আরো কয়েক টি হসপিটাল নামক কসাই খানার কু-কৃতিকালাপ, এত সিরিয়াস ভাবে বিষয়  টা ভাবি নি। কিন্তু চিকিৎসার নামে এই সব হসপিটালে কি হচ্ছে ? কেউ কি ভেবেছেন আগে…?

মানুষ যখন খুব বেশি অসহায়, তখন হন্য হয়ে অন্য কিছুর পরোয়া না করে নিজের প্রিয় জনের কথা সবার আগে ভাবি…যত কষ্ট হোক, যত টাকা লাগে নিজের সব বিসর্জন  দিয়ে হলেও তবুও প্রিয় জনের মুখে হাঁসি ফুটাতে চেষ্টা করি…আর আমাদের এই দূর্বলতার সুযোগ টাই কাজে লাগায়… শরিফুন নাহার নামক ডাক্তার রূপি কিছু জানোয়ারের বাচ্চা …যারা নিজের স্বার্থ আর লাভের কথা চিন্তা করে অন্যের জীবন কেড়ে নিতেও ক্ষানিক দ্বিধাবোধ করে না…তারা ভাবে না একটা জীবন মানে একটা জীবন নয়…এর সাথে জড়িয়ে আছে হাজার টা সম্পর্ক হাজার টা অনুভুতি… ভাববে কেন? এতে কি তাদের কিছু যায় আসে?

আমার ফুফাতো বোনের কিছু দিন আগে একটা মেয়ে হয়েছিল ল্যাব এইডে। কত্ত খুশি যে ছিল আমার আপু আর ভাইয়া…শুধু তারা নয় আমার ফুফু ফুফা ও আমাদের অন্য আত্মীয়রা…খুশি হওটাই স্বাভাবিক…কিন্তু তাদের এই খুশি আর বেশি দিন টিকে নি…ভুল চিকিৎসার করানে তাদের হাসি ম্লান করে করে দিয়েছে…তাদের মেয়েটি আর জীবনেও চোখের আলো ফিরে পাবে না, সে দেখবে না, কেমন দেখতে তার বাবা মা কেমন দেখতে সে…হাত উচু করে বলতে পারবেনা এটা আমার বাবা এটা আমার মা…আহ্‌ !!!

আরো কত কিছু থেকে বঞ্ছিত হল তার মা-বাবা।

শেষ ভরষা হিসেবে দেশের বাহিরে নেওয়া হয়েছিল…কিন্তু ভুল চিকিৎসার সমাধান হল না, তাদের ও একই কথা…

এখন সব কিছু এখন উপর ওয়ালার কাছেই…

ডাঃ বেগম শরিফুন নাহার এর ভুল চিকিৎসার স্বীকার আমার বোনের মেয়ে।  কে করবে এর বিচার ? এই ভাবে আর কত দিন ভুল চিকিৎসার স্বীকার হব আমরা ? আজ আমি, কাল আপনি  এই ভাবেই…কিন্তু তারা থেকে যাবে ধরা ছোঁয়ার বাহিরে, কে করবে তাদের বিচার….????? আরো খুঁজলে পাওয়া যাবে আরো ভুল চিকিৎসার কাহীনি…কে করবে এসব…

এদের কু-কৃতিকালাপ  সম্পর্কে আরো জানুন ।

মানুষ মারার কল ল্যাব এইড

LabAid’s Real Face

প্রেস কনফারেন্স

এদের বিচার করার কেউ কি নেই?

এই লিখাটি সবার কাছে ছড়িয়ে দিতে অনুরোধ থাকল…অন্তত একটা জীবন বাঁচাতে সহযোগীতা করুন এই কসাইদের কাছ থেকে…সবাই কে সচেতন করে তলুন…আর কত ?