*আত্ম কথা……

ভাবনা গুলো ছড়িয়ে যাক সবার প্রাণে…

Tag Archives: একুশে বই মেলা ২০১১

নতুন লেখকের বই

আর কয়েক দিন পরেই আসছে একুশে বই মেলা…আর এই বই মেলা কে কেন্দ্র করে অনেক নতুন নতুন লেখক তাদের সেরা লেখা টি প্রকাশ করে…সারা বছরের তুলনায় এই মাসেই সব চেয়ে বেশি বই বিক্রি হয়। এতে করে অনেক নতুন লেখক তৈরি হচ্ছে…এই দিক টা আমার কাছে খুব ভালো লাগে…যাই হোক এবার বই মেলায় আমার এক বন্ধুর একটা ছোট গল্পের বই বের হবে…আমি কখন ও ভাবতে পারি নাই সে এই কাজ টি করতে পারবে…কারন আমার অন্য বন্ধু দের চেয়ে তার মাথার গিলু একটু কম…সে কি ভাবে ছোট গল্প লিখে বই বের করল…এটা আমি তার বই না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারি নাই…যাই হোক বেচারা অনেক কষ্ট করে একটা বই লিখছে…আপনারা পারেন তার কষ্ট লাগব করতে… blushing blushing blushing blushing blushing blushing blushing

বন্যার চোখে জল
লেখকঃ জাকির মোহাম্মদ
সাহিত্যদেশ প্রকাশন
মূল্যঃ ৮০ টাকা

মোট আট টা মাঝারী সাইজের ছোট গল্প
১। চোখের জল
২। গৌরচন্দ্রিকা
৩। হলুদ পদ্মদীঘি
৪। পরী
৫। ছোট ব্যাঙ
৬। এক রাতের ভয়
৭। বন্যার চোখে জল
৮। ক্ষতিপূরণ

সংগ্রহ করে পড়তে পারেন…

==================

অন্য দিকে আমার ব্লগ কর্তৃপক্ষ এবার বই মেলায় আমার চিঠি নামে একটা পত্র সংকলন বের করবে…ঐ বই তে অনেক ব্লগারের বিভিন্ন বিষয় নিয়ে চিঠি থাকবে…এবং অত্যন্ত দুঃখের কথা হচ্ছে আমার একটা চিঠি নাকি ঐ বইতে ছাপার যোগ্যতা অর্জন করেছে…

 

waiting waiting waiting waiting waiting waiting waiting waiting waiting

নিজেরে কুতুব কুতুব মনে হইতাছে…