*আত্ম কথা……

ভাবনা গুলো ছড়িয়ে যাক সবার প্রাণে…

Tag Archives: রেডিও ও টিভি প্লেয়ার

শুনুন ও রেকর্ড করুন রেডিও ও টিভির অনুষ্ঠান

অনেক সময় আমরা টাকা খরচ করে বিভিন্ন রেডিও তে পছন্দের গান চালানোর অনুরোধ করি এস এম এস পর এস এম এস করি কিন্তু ঐ বজ্জাত আরযে আপনার রিকোষ্ট করা গান টা প্লে করে না। আর করলেও ঐ সময় আর গান শুনার মুড থাকে না।

আমি একটা ফাটাফাটি সফটওয়ারের কথা বলব যা দিয়ে ইচ্ছে মতো টিভি ও রেডিও তে প্রচার হওয়া বিভিন্ন অনুষ্ঠান রেকর্ড করে রাখতে পারবেন। অনেকেই হয়ত বলবেন এটা তো বাজারের চায়না মোবাইল থেকে ও করা যায় কিন্তু একটা বিষয় ভেবে দেখবেন মোবাইল থেকে রেকর্ড করা গানের সাউন্ড কোয়ালিটি আর এই সফটওয়ারের রেকর্ড কোয়ালিটি না শুনলে বিশ্বাস হবেনা। তারপরেও আবার মোবাইল থেকে পিসি কপি করা আমি মনে করি খুব জামেলার একটা কাজ। এছাড়া আরো না বলা অনেক সমস্যাই আছে যা না বললেও চলে।

আমরা ইন্টারনেট টিভি দেখতে বা রেডিও শুনতে সাধারণত টিভি বা রেডিও চ্যানেলের অফিসিয়াল বা নির্দিষ্ট কোন ওয়েব সাইট থেকে দেখতে হয়। ফলে উক্ত অনুষ্ঠান কম্পিউটারে সেভ করা যায় না। তবে একটি রেডিও/টিভি প্লোয়ার দ্বারাই যদি ইন্টারনেট টিভি দেখা এবং রেডিও শোনা যায় এবং রেডিও এর অনুষ্ঠান রেকর্ড করা যায় তাহলে কেমন হয়!

এমনই রেডিও/টিভি প্লেয়ার হচ্ছে ‘স্কাই-টাচ নেট প্লেয়ার’। এতে রেডিও টুডে,রেডিও গুনগুন এবং রেডিও ফুর্তিসহ অনলাইনে প্রচারিত হওয়ার দেশ বিদেশের ৬০টিরও বেশী রেডিও চ্যানেল শুনতে এবং রেকর্ড করতে পারবেন, এছাড়া অন লাইনে প্রচার হওয়া টিভি চ্যনেল গুলো ও দেখতে পারবেন। এই সফটওয়ারটি সয়ংক্রিয় আপডেটিং সিস্টেম থাকার ফলে স্কাই-টাচ নেট প্লেয়ার এর সার্ভারে নতুন চ্যানেল যুক্ত করলে প্লেয়ারেও তা সয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। প্লেয়ারে আলাদাভাবে চ্যানেল যুক্ত করা বা নতুন সফটওয়্যার ডাউনলোড করার ঝামেলা নেই। যখন আপনার যে অংশ টা রেকর্ড করা দরকার শুধু রেকডিং বাটনে ক্লিক করে যে ড্রাইব বা ফোল্ডারে সেভ করতে চান সেটি দেখিয়ে দিবেন। আর রেকর্ড করা ফাইল টি হবে এমপিথ্রি ফরমেটে যাতে করে তা অন্য কাজে ও ব্যবহার করতে পারবেন।

গান শুনা বা টিভি দেখা সম্পূর্ন ভাবে আপনার নেট স্প্রিড এর উপর নির্ভর করবে।

ডাউনলোড করার জন্য এই খানে ক্লিক করুন ।

আবিষ্কারকঃ আহমেদ মিন্টূ  (আকাশছোঁয়া)

সফটওয়ার ইঞ্জিনিয়ার, স্কাই টাচ সফটওয়ার লিঃ