*আত্ম কথা……

ভাবনা গুলো ছড়িয়ে যাক সবার প্রাণে…

Tag Archives: স্মৃতি

সে দিনের কথা

আমার হিসাব বিজ্ঞান স্যার কে কেন্দ্র করে লেখাটা সংক্ষেপে উনার পরিচয়  দিই মোঃ হাসান,হিসাব বিজ্ঞান(অনার্স),ইকরা কোচিং সেন্টার, চৌমুহনী নোয়াখালী,তিনি দেখতে খুবই স্মার্ট এর বেশি বললাম না।আমরা সপ্তাহে তিন দিন পড়তাম আমাদের ব্যাচে সর্বমোট ১২ জন ছাত্র।স্যার আমাদের প্রত্যেক অনুশীলনীর জন্য হ্যান্ড নোট দিতেন যাতে করে আমাদের বুঝতে অসুবিধা না হয় । প্রত্যেক হ্যান্ড নোট এর উপর স্যার এর মোবাইল নং দেওয়া থাকত। হঠাৎ একদিন আমার মাথায় দুষ্ট বুদ্বি খেলল,তখন আমি আমার নতুন সীম থেকে স্যার কে মিস কল দিলাম এরপর আবার এইভাবে কদিন চলল কিন্তু আমি কোন সাড়া পেলাম না ও আরেকটা কথা বলে রাখি স্যার কিন্তু আমার নাম্বার জানতেন না । এরপর একদিন স্যার কে আমি একটা এস এম এস  করি যাতে লিখা ছিল “হাসান আমি রুমা তেমাকে আজ খুব সুন্দর লাগছে তোমাকে আমি খুব পছন্দ করি…..” এস এম এস টা দিয়ে আমি আমার মোবাইল টা বন্ধ করে ফেলি । এরপর আরেকটা এস এম এস করি যার বিষয়বস্তু হল “সব সময় আমি তেমার কথা ভাবি তুমি ছাড়া আমি অসম্পূর্ন ,তুমি যদি আমাকে অস্বিকার কর তা হলে আমি নিজেকে শেষ করে দিব…”এই এস এম এস দিয়ে আমি ২-৩ টা মিস কল দিয়ে আমার মোবাইল টা বন্ধ করে ফেলি ।এরপর আধা ঘন্টা পর মোবাইল টা অন করি,অন করার ৫ কি ৬ মিনিট পর আমার কাছে স্যারের নাম্বার থেকে ফোন আসা শুরু হল কিন্তু আমি ফোন ধরছি না,এভাবে আরও কদিন চলল আর আমিও মাঝে মঝে রোমান্টিক এস এম এস করতাম ।হঠাৎ একদিন স্যার আমাকে অন্য একটা নাম্বার থেকে ফোন দিল আমি ফোন ধরে হ্যালো বলার আগে ঐ প্রান্তে  হ্যালো বলা হল আমি বুঝতে পারলাম এটা স্যারের ফোন, আমি কথা না বলে মুখ দিয়ে ফু.. ফু… করছি ,স্যার বলতে লাগলেন প্লিজ কথা বলেন…আপু কথা বলেন প্লিজ কথা বলেন আরও কত ধরনের অনুরোধ….কিন্তু আমি ফু..ফু… দিয়েই চলছি এক পর্যায়ে আমি আমার হাসি কন্ট্রোল না করতে পেরে লাইন কেটে দিলাম । এই ভাবে  দু একদিন চলল কিন্তু আমি আমার মেথড কাজে লাগিয়ে পাশ কেটে যেতাম এরপর থেকে স্যার আমাকে আর ফোন করে না আমিও এস এম এস দিই না ।